চট্টগ্রামে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ ও কক্সবাজারের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বহদ্দারহাট ও বিপ্লব উদ্যানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং ডগ স্কোয়াড।
আজ রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে বহদ্দারহাটে জমায়েত হয়ে সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবেন এনসিপি নেতারা।
শনিবার রাতে নগরীর স্টেশন রোডের ‘মোটেল সৈকত’-এ অবস্থান নেন এনসিপির শীর্ষ নেতারা। সেখানে রাত ১১টার দিকে ডগ স্কোয়াড নিয়ে দেড় ঘণ্টা তল্লাশি চালায় নগর পুলিশ। নেতাদের ফ্লোরে সাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, বিপ্লব উদ্যানসহ নেতাদের যাতায়াত পথেও থাকবে কঠোর নজরদারি। কাপ্তাই রাস্তার মাথা দিয়ে বিকেলে নগরে প্রবেশ করবেন কেন্দ্রীয় নেতারা।
এনসিপি চট্টগ্রাম মিডিয়া সেলের প্রধান আরাফাত আহমেদ রনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কর্মসূচিতে থাকবেন।”
চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”




0 coment rios: