20 Jul 2025

হরতাল হয়েছে কিনা সেটা আপনারাই বলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা

 

আজ গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নিজ উদ্যোগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। যদিও সরকারিভাবে তা অস্বীকার করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বিশেষ বৈঠক শেষে তিনি বলেন, “আওয়ামী লীগের পক্ষ থেকে একটি হরতাল ডাকা হয়েছে। কিন্তু সেটিকে হরতাল বলবেন কি না, সেটা আপনারাই বলুন। মাত্র দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য সময় হলে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো।”

তিনি আরও দাবি করেন, “এই সংঘর্ষে ক্ষতির পরিমাণ আমরা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত।”

গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলির ঘটনাকে পরিস্থিতি অনুযায়ী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ হিসেবে ব্যাখ্যা দেন তিনি। বলেন, “যে সময় যে পরিস্থিতি, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। সেভাবেই হয়েছে।”

তবে সংঘর্ষ পরবর্তী সময়ে ব্যাপক ধরপাকড়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “গণগ্রেপ্তার হচ্ছে না। শুধুমাত্র যারা প্রকৃত অপরাধী, তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে।”

বর্তমানে জেলাজুড়ে জারি থাকা ১৪৪ ধারা ধীরে ধীরে তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

একইসঙ্গে আওয়ামী লীগের হরতালকে ঘিরে দলের মধ্যে আত্মরক্ষামূলক মনোভাব এবং প্রশাসনিক দিক থেকে দায় এড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: